ওজন কমালেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ‘দেবী চৌধুরানী’ হিসেবে নিজেকে প্রমাণ করতে কয়েক দিনের ব্যবধানে মেদ ঝরিয়ে শরীরের ওজন কমিয়েছেন ১০ কেজি।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’ নিয়ে সিনেমা নির্মাণ করছেন শুভ্রজিৎ মিত্র।

আরও পড়ুন…আকাশ হয়ে আছে মেঘাচ্ছন্ন

উপন্যাসের পাতা উল্টে চরিত্রকে বুঝে নেওয়ার চেষ্টায়ও কমতি রাখেননি। ঘোড়সওয়ারির ভীতি কাটিয়ে দিনের পর দিন প্রশিক্ষণ নিয়েছেন শ্রাবন্তী। এর বাইরেও তলোয়ার থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র চালনায় পারদর্শী হয়ে উঠেছেন তিনি।

সব রকম প্রশিক্ষণ শেষেই ঘোষণা দিয়েছেন, তিনি ‘দেবী চৌধুরানী’ হতে প্রস্তুত। বিস্মিত নির্মাতা থেকে শুরু করে ছবির কলাকুলশীরাও। স্বীকার করেছেন, ‘দেবী চৌধুরানী’ চরিত্রটি শ্রাবন্তীর জন্যই উপযুক্ত।

নির্মাতা শুভ্রজিৎ মিত্র জানিয়েছেন, সব ধরনের প্রস্তুতি শেষ। আগামী নভেম্বরে শুরু হবে ছবির শুটিং। এই ছবির গুরুত্বপূর্ণ আরেক চরিত্র ভবানী পাঠকের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অন্যদিকে হাতে আসছে আরও একটি স্মরণীয় কাজ। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘ম্যাকবেথ’কে বাংলার ছাঁচে ফেলে মাস কয়েক আগেই ‘মায়া’ তৈরি করেছেন রাজর্ষি দে। এবার টলিপাড়ার হট নিউজ— শেক্সপিয়ারের কালজয়ী নাটক হ্যামলেটের বাঙালি অ্যাডপশন তৈরিতে মন দিয়েছেন পরিচালক।

আরও পড়ুন…‘ইইউ পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচন সংবিধান অনুযায়ী হবে’এফ রহমান

জানা গেছে, উত্তর কলকাতার প্রেক্ষাপটে তৈরি হবে এই সিনেমা। এতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। আর হ্যামলেটের প্রেয়সী ওফেলিয়ার ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

এর আগেও ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটিতে দেখা গেছে শ্রাবন্তীকে। অভিমন্যু মুখোপাধ্যায়ের টেকোতে (২০১৯) একসঙ্গে কাজ করেছিলেন ঋত্বিক-শ্রাবন্তী।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us