চাকরিতে পূর্ণ মেয়াদের দায়িত্ব পালন শেষে বাংলাদেশ পুলিশ থেকে অবসরে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
রোববার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখর সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
আরও পড়ুন>>রাফী যে এত ভালো খেলে জানতাম না: তমা
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুককে সরকারি চাকরি আইন-২০১৮ এর ৫৭ নং আইনের ৪৩ (১) (ক) ধারা অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।
নিয়মানুযায়ী তিনি অবসর ও অবসর পরবর্তী ছুটির সুবিধা পাবেন।
এর আগে বুধবার বাংলাদেশ সরকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজিপি) হাবিবুর রহমানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.