ডিএমপি কমিশনারকে ফুলের শুভেচ্ছা গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের

গোপালগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের বৃহত্তম ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান, বিপিএম-বার, পিপিএম কে ফুলের শুভেচ্ছা জানিয়েছে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর নেতৃবৃন্দ।

Islami Bank

এ সময় তিনি গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতামত প্রদান করেন। এবং সকল সদস্যকে তিনি ঐক্যবদ্ধ থেকে নিরপেক্ষ সংবাদ পরিবেশন এর আহ্বান জানান।

রোববার (১ অক্টোবর) দুপুর ১ টায় গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম এর নেতৃত্বে ইউনিয়ন অন্যান্য নেতৃবৃন্দ তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় নবনির্বাচিত পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় করেন জিইউজে এর সাংবাদিকবৃন্দ।

one pherma

এর আগে সকালে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতিহা পাঠ ও দুরুদ পাঠ শেষে ৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের নিহত সকল সদস্য এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত ব‌ইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে ৩৬তম ডিএমপি কমিশনার হিসেবে পদায়ন দেওয়া হয়।

ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us