সন্তান জন্মের পর অভিনয় ছেড়ে দেবেন আনুশকা!

সংসার জীবনের পাঁচ বছর কেটে গেছে বিরাট কোহলি ও আনুশকা শর্মার । তাদের ঘর আলো করে রেখেছে দুই বছরের কন্যা ভামিকা কোহলি। এদিকে ফের মা হতে চলেছেন আনুশকা। এ খবর ছড়াতেই গুঞ্জন উঠেছে, দ্বিতীয় সন্তান হওয়ার পর নাকি অভিনয় ছেড়ে দেবেন এই নায়িকা।

Islami Bank

ছড়িয়ে পড়েছে আনুশকার একটি পুরনো ভিডিও। ওই সাক্ষাৎকারে পেশা ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন তিনি। বলেছিলেন, “বিয়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি বিয়ে করে সন্তান মানুষ করতে চাই। এমনকি বিয়ের পর কাজ করার ইচ্ছাও নেই। পরিবারকে পুরো সময়টা দিতে চাই।”

যদিও বিয়ের পর তেমনটা হয়নি। মেয়ে হওয়ার পরও কাজ করছেন অভিনেত্রী। রয়েছে প্রযোজনা সংস্থাও। বি-টাউনের অনেকেই মনে করছেন, দ্বিতীয় সন্তান হওয়ার পর হয়তো সংসারে মন দেবেন নায়িকা।

আরও পড়ুন>> ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা জাতির ইতিহাসের দলিল: তথ্যমন্ত্রী

one pherma

এদিকে দ্বিতীয়বার মা হওয়ার খবর এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি আনুশকা। জানা গেছে, গতবারের মতো এবারও শেষের দিকে ঘোষণা দেবেন। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন।

কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন আনুশকা। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না। সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে। সেসময় বিরাট নিজে ছবিশিকারিদের ছবি না প্রকাশের অনুরোধ করেন। পাশাপাশি এও জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us