সাত কলেজের প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১ সনের প্রথম বর্ষ (পুরাতন সিলেবাসের) পরীক্ষা শুরু হবে ১ নভেম্বর। ৪ অক্টোবর (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ও সময়সূচি জানানো হয়েছে।

আরও পড়ুন>> নতুন দল আত্মপ্রকাশের দিনেই আহ্বায়ক আখতারের ওপর ‘ছাত্রলীগের’ হামলার অভিযোগ

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের পরীক্ষা শুরু হবে ১ নভেম্বর। পরীক্ষা শেষ হবে আগামী ১০ ডিসেম্বর।

পরীক্ষাকেন্দ্র 

সাত কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে কবি নজরুল সরকারি কলেজে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us