বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ে ইংল্যান্ড

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠছে বিশ্বকাপ ক্রিকেটের ১৩তম আসরের। লর্ডসে ২০১৯ সালের স্মরণীয় ফাইনালের সুখস্মৃতি যেন ফিরে আসবে এই ম্যাচের মাধ্যমে। বিশ্ব আসরের প্রথম ম্যাচ হওয়ায় দুই দলের অধিনায়কেরই লক্ষ্য জয় দিয়ে আসর শুরু করার। এমন সমীকরণে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম।

Islami Bank

আরও পড়ুন>> মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ

যদিও দুই দলেই রয়েছে চোটের সমস্যা। নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি থাকছেন না এই ম্যাচে। যদিও ইংল্যান্ডকেও মাঠে নামতে হচ্ছে তাদের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াই। ৩২ বছর বয়সী এই অলরাউন্ডারও কিছুটা চোটে ভুগছেন।

লিউজিল্যান্ড একাদশে জায়গা পাননি পেসার লকি ফার্গুসন। অপরদিকে ইংলিশদের একাদশে জায়গা হয়নি দুই পেসার রিচ টপলি ও ডেভিড উইলির।

ইংল্যান্ডের একাদশ:

one pherma

জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, হ্যারি ব্রুক,মার্ক উড, ক্রিস ওকস।

নিউজিল্যান্ড দল:

টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং,ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র,ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার,মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, ম্যাট হেনরি,ট্রেন্ট বোল্ট।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us