আমাদের পররাষ্ট্রনীতি হ‌লো সবার সঙ্গে সুসম্পর্ক: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের পররাষ্ট্রনীতি হ‌লো সবার সঙ্গে সুসম্পর্ক, কারো সঙ্গে শত্রুতা নয়। আমাদের দেশের সঙ্গে যেন বিদেশিদের সুসম্পর্ক নষ্ট হয় সে জন্য বিএন‌পির অচেষ্টা চালা‌চ্ছে কিন্তু এতে কোনো লাভ হয়নি।

তি‌নি ব‌লেন, গত কয়েক বছর ধরে বিএনপি ও তার মিত্র বা‌হিনী বিদেশিদের কাছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বলে আসছে। এভা‌বে বারবার বাংলাদেশকে ছোট কর‌ছে। এতে বি‌দে‌শিরা আমা‌দের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ পেয়েছে।

আরও পড়ুন>> কবি আসাদ চৌধুরী আর নেই

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজিত টেকসই অর্থের জন্য পুঁজি বাজার শীর্ষক অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমাদের দেশের সঙ্গে যেন বিদেশিদের সুসম্পর্ক নষ্ট হয় তার জন্য অনেক অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু এতে কোনো লাভ হয়নি। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরকালে যখন ওয়াশিংটন গিয়েছিলেন তখন তার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে। এটাই প্রমাণ করে আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন পর্যায়ের।

হাছান মাহমুদ বলেন, আমাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত চমৎকার। আমরা এই সম্পর্ক আরো দৃঢ় করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের সঙ্গে যেমন দিল্লির সুসম্পর্ক, তেমনি ওয়াশিংটন কিংবা ব্রাসেলসেরও সুসম্পর্ক। কিন্তু বিরোধীদল বিশেষ করে বিএনপি বিদেশিদের দিয়ে এই দেশের ওপর নাক গলানোর জন্য যে অপচেষ্টা চালিয়েছে, তারই পরিপ্রেক্ষিতে আমাদের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) কিছু কথা বলেছেন। প্রকৃতপক্ষে আমাদের দেশের পররাষ্ট্রনীতি হচ্ছে, সবার সঙ্গে সুসম্পর্ক; কারো সঙে শত্রুতা নয়।

বাংলাদেশ মার্সেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আরো উপ‌স্থিত ছি‌লেন- বাংলাদেশ মার্সেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম, ড. মো. রিয়াদ মতিন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us