ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ১২ অক্টোবর (বুধবার মধ্যরাত) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞার সময়ে পুনর্বাসনের জন্য প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
আরও পড়ুন>> চার দিনের সফরে ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী
বুধবার সন্ধ্যার পর জেলার উপকূলীয় বিভিন্ন জেলে পল্লীতে দেখা গেছে ঘাটে নৌকা-ট্রলার ভেড়ানো হচ্ছে।
এদিকে মাছ ধরা থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন পটুয়াখালী কোস্টগার্ড। পটুয়াখালী বিসিজি বেইজ অগ্রযাত্রা (কোস্টগার্ড প্রশিক্ষণ কেন্দ্র) এর ক্যাপ্টেন শাহাজাহান সিরাজ জানান, মা ইলিশ রক্ষায় আমরা নিয়মিত নদীতে অভিযান চালাব। নিষিদ্ধ সময়ে ইলিশসহ কোনো মাছ যেন কেউ ধরতে না পারে, সেজন্য সার্বক্ষণিক টহল থাকবে।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.