দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

লখনৌতে টস জিতেছে অস্ট্রেলিয়া। অজি অধিনায়ক প্যাট কামিন্স দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন। একাদশে জোড়া পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা। কন্ডিশন এবং প্রতিপক্ষ দেখে উইনিং কম্বিনেশন ভেঙেছে প্রোটিয়ার। দলে একটি পরিবর্তন এনেছে।

অস্ট্রেলিয়ার একাদশে জায়গা হারিয়েছেন ক্যামেরুন গ্রিন এবং অ্যালেক্স ক্যারি। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন যথাক্রমে মার্কাস স্টয়নিস এবং জশ ইনগ্লিশ। অপরদিকে কোয়েটকে বাদ দিয়ে শামসিকে একাদশে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন>> মুজিব বায়োপিক ইতিহাসের অনেক অজানা তথ্য উন্মোচন করবে: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, তেম্বা বাভুমা (অধিনায়ক), রাশি ফন ডার ডাসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মালান, মার্কোন জ্যানসেন, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা এবং তাবরিজ শামসি।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জশ ইনগ্লিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা এবং জশ হ্যাজলউড।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us