আবারও টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা। শুক্রবার নিউজিল্যান্ড ম্যাচে ‘সুপার ফ্লপ’ লিটন দাস, তানজিদ হাসান এবং নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের চিপকে দলের বিপদে হাল ধরেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের ব্যাটে ভর করে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ২৪৫ রানের লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা।
৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। তিনি অপরাজিত ছিলেন ৪১ রানে। তার ৪৯ বলের ইনিংসে ছিল ২টি করে চার-ছক্কার মার। সর্বোচ্চ ৬৬ রান আসে মুশফিকের ব্যাট থেকে। অধিনায়ক সাকিব খেলেন ৪০ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস। তাতেই লড়াইয়ের মতো পুঁজি পেল বোলাররা।
আরও পড়ুন>> টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ
আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন লিটন। জন্মদিনে তার গোল্ডেন ডাক। খানিকবাদে সতীর্থ ওপেনারের পিছু ধরেন তানজিদ। সাজঘরে ফেরেন ১৬ রানে। তাকে আউট করেন লুকি ফার্গুসন। ৩০ রান করা মেহেদী হাসান মিরাজকেো শিকার বানান তিনি। লিটনের উইকেট নেন আরেক কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
শান্তকে অশান্ত হওয়ার সুযোগ দেননি গ্লেন ফিলিপস। বাঁহাতি টাইগার ব্যাটার করেন মাত্র ৭ রান। এরপর প্রতিরোধ গড়ে তুলেন সাকিব-মুশফিক। পঞ্চম উইকেট জুটিতে দুজনে দলের খাতায় যোগ করেন ৯৬ রান। এরপর আর কোনো বড় জুটি হয়নি। তবে মাহমুদউল্লাহর পাশাপাশি অন্যদের ছোট ছোট অবদানে আড়াইশ’র কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। ১৯ বল খেলে তাসকিন করেন ১৭ রান।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.