ভারতীয় বোলিং তোপে ১৯১ রানে অলআউট পাকিস্তান

বিশ্বকাপে আসরের ১২তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে স্বাগতিক ভারত। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াইয়ের কারণে ম্যাচটিকে আলাদাভাবে দেখছে ক্রিকেট বিশ্ব। এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৪২.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৯১ রানে আল-আউট হয়েছে পাকিস্তান। ফলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান।

আজ দুপুর আড়াইটায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিক ভারত। ঈশাণ কিষানের পরিবর্তে একাদশে ফিরেছেন শুভমান গিল। অন্যদিকে, ভারত বধের মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে ইন গ্রিনরা।

আরও পড়ুন>> প্রভার ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল!

টসে হেরে পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে করেন শফিক আবদুল্লাহ ও ইমাম-উল-হক। ম্যাচের শুরু থেকে দেখে-শুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার। তাদের ওপেনিং জুটিতে ৪০ রানের দারুণ শুরু করে পাকিস্তান।

দলীয় ৭.৬ ওভারে মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে সাঝঘরে ফিরেন শফিক। তিনি করেন ২৪ বলে ২০ রান। শফিকের আউট হওয়ার কিছুক্ষণ পরেই সাঝঘরে ফিরে গেছেন ইমাম-উল-হক। দলীয় ১২.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ হয়ে ফিরেছেন তিনি। যাওয়া আগে ৩৮ বলে ৩৬ রানের একটি ইনিংস খেলেন ইমাম। এরপর মাঠে নামেন মোহাম্মদ রেজওয়ান।

এদিকে রেজওয়ান অন্যদিকে বাবর আজম। পাক এই দুই ব্যাটার দেখে-শুনে খেলতে থাকেন। তাদের ৮২ রানের জুটিতে চাপ কাটিয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে চলে পাকিস্তান। দলীয় ২৯.৪ ওভারে ঘটে বিপত্তি। মোহাম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে ফিরেন বাবর। যাওয়ার আগে তিনি খেলেন ৫৭ বলে ৫০ রানের ইনিংস। এরপর মাঠে নামেন সৌদ শাকিল। রেজওয়ানের সঙ্গে জুটি বেঁধে দলীয় ইনিংস বাড়ানোর চেষ্টা করেন সৌদ ও রেজওয়ান।

দলীয় ৩৩ ওভারে পাকিস্তানি শিবিরে জোড়া আঘাত হানেন কুলদীপ যাদব। ব্যক্তিগত অষ্টম ওভারে পরপর দুই উইকেট নিয়ে ম্যাচের মোড় পরির্বতন করেন দেন তিনি। পাকিস্তানের দুই ব্যাটার সৌদ শাকিলকে এলবিডব্লিউ ও ইফতেখার আহমেদকে বোল্ড করে ম্যাচ নিয়ন্ত্রণ নেয় ভারত। পাক এই ব্যাটার দুই অংকের ঘর পার করতে পারেননি।

দলীয় ৩৩.৬ ওভারে পিচে থিতু হওয়া রেজওয়ানকে ফেরান জাসপ্রিত বুমরাহ। পাক এই ব্যাটার করেন ৬৯ বলে ৪৯ রান। তাতে ফিফটির আক্ষেপ নিয়ে প্যাভিলিয়নের পথে হাঁটা দেন। এরপর মাঠে নামেন মোহাম্মদ নওয়াজ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us