৪০ লাখ টাকা মূল্যের চোরাই মালামালসহ আটক ১

মোংলা প্রতিনিধি

  • রোববার (৭ নভেম্বর) দুপুরে বন্দরে পাচারের সঙ্গে জড়িত রবিউল (২৭) নামক এক চোরাকারবারীকে আটক করেন। সে সেট মোংলার জয়মনি এলাকার বাসিন্ধা মোঃ জাহাঙ্গীরের ছেলে।
Islami Bank

এসময় মোংলা অবস্থানরত বাণিজ্যিক জাহাজ থেকে পাচার করে আনা ২টি কাঠের নৌকা বোঝাই করা এস এস পাইপ জব্দ করা হয়।

  • কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেঃ কমার্ন্ডার হাসানুজ্জামান এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইনগর এলাকা সংলগ্ন পশুর নদী থেকে ২টি কাঠের নৌকাসহ ২৩ টি এসএস পাইপ জব্দ করা হয়েছে। প্রতিটি পাইপের দৈর্ঘ্য ২০ ফুট। ৩৫০ কেজি ওজনের ওই পাইপের আনুমানিক মূল্য হবে ৪০ লাখ ২৫ হাজার টাকা। এসময় পাচারের সঙ্গে জড়িত রবিউলকে আটক করা হয়।
one pherma

জব্দকৃত মালামাল ও আটক চোরাকারবারীকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

এদিকে নাম প্রকাশ না করা শর্তে কানাইনগর এলাকার কয়েকজন বাসিন্ধা জানান, মোংলা উপজেলার কানাইনগরের বাইদ্দাপাড়া এলাকায় কয়েকটি চোরাই সিন্ডিকেট চক্র রয়েছে। যারা প্রতিনিয়ত বন্দরে বাণিজ্যিক জাহাজ থেকে বিভিন্ন মালামাল চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। প্রভাবশালী ওইসব সিন্ডিকেট চক্র প্রশাসনের বিভিন্ন দপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করে দির্ঘ দিন তাদের ওইসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা প্রাণের ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না বলেও জানান তারা।

 ইবাংলা/ এইচ/০৭ নভেম্বর, ২০২১

Contact Us