গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৭৮৫ জন নিহত ও ১২ হাজার ৪৯৩ জন আহত হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আশরাফ আলকোদ্রা বলেন, চারটি হাসপাতাল ও ১৪টি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে। সমস্ত হাসপাতালে ১৫০ শতাংশ রোগী ভর্তি রয়েছে এবং “অনেক আহত ব্যক্তি মেঝেতে ন্যূনতম চিকিত্সা পাচ্ছেন।
আরও পড়ুন>> জনগণ বিএনপির পক্ষে নেই: স্বাস্থ্যমন্ত্রী
মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১ হাজার ৫২৪ জন শিশু এবং এক হাজার নারী।
আলকোদ্রা চিকিৎসা সরঞ্জাম এবং ওষুধের পাশাপাশি চিকিৎসা সুবিধাগুলিতে জেনারেটর চালানোর জন্য ব্যবহৃত ডিজেলের তীব্র ঘাটতির কথাও উল্লেখ করেছেন।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.