কুমিল্লায় এলোপাতারি কুপিয়ে আহত করা চিকিৎসক দম্পত্তি আইসিইউতে

কুমিল্লা ফ্লাট মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে চিকিসৎক দম্পত্তির উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে নগরীর রেসকোর্স শাপলা মার্কেটে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ সঞ্জুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে বাবু-গালিব

জানা গেছে, শনিবার সকাল থেকে শাপলা মার্কেটে কুমিল্লা ফ্লাট মালিক সমিতির নির্বাচন হয়। এ নির্বাচনে সালাউদ্দিন মুরশেদ পাপ্পু নামে একজন সমিতির সভাপতি প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনে হারার জের ধরে বিজয়ী প্রার্থী ও নব কমিটির সহ-সভাপতি ফারহানা আফরিন হিমির উপর হামলা করে পাপ্পু। পরে স্বামী ডা. জহিরুল হক ও তার স্ত্রীকে বাঁচাতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত স্বামী-স্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

আহতরা হলেন, দূর্গাপুর দিঘীর পাড় এলাকার মৃত নুরুল হকের ছেলে ডা. জহিরুল হক(৪৫) ও তার স্ত্রী ফারহানা আফরিন হিমি(৪০)। আহত ডা. জহিরুলের ভগ্নিপতি শরীফ বলেন, শাপলা মার্কেটে পাপ্পু উভয়ের উপর দা-ছুরি দিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখন উভয়জন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ প্রসঙ্গে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ জানান, ফ্লাট সমিতি’র নির্বাচন নিয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পাপ্পুকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us