ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ববি চার্লটন আর নেই

দেশের মাটিতে ১৯৬৬ সালে ইংল্যান্ডেরবিশ্বকাপ জয়ের একমাত্র নায়ক ‘কিংবদন্তি’ স্যার ববি চার্লটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটেই, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ফুটবলার ছিলেন তিনি। শনিবার (২১ অক্টোবর) ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

বিবৃতিতে বলা হয়েছে, আমাদের ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা এবং সবচেয়ে প্রিয় খেলোয়াড় স্যার ববি চার্লটনের মৃত্যুতে ম্যানচেস্টার ইউনাইটেড শোকাহত। স্যার ববি শুধু ম্যানচেস্টার ইউনাইটেডে নয় বরং বিশ্বজুড়ে যেখানেই ফুটবল খেলা হয় সেখানে লক্ষ লক্ষ মানুষের কাছে হিরো ছিলেন। স্যার ববিকে সর্বদা খেলার একজন কিংবদন্তি হিসাবে স্মরণ করা হবে।

আরও পড়ুন>> অবশেষে বড় পর্দায় মেহজাবীন!

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন চার্লটন। জাতীয় দল থেকে অবসর নেয়ার সময় ১০৬ ম্যাচে তার গোল ছিল তৎকালীন রেকর্ড ৪৯টি। ১৯৭০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই কীর্তি ধরে রেখেছিলেন তিনি।

১৯৫৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ম্যান ইউনাইটেডের প্রতিনিধিত্ব করেন চার্লটন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৫৮ ম্যাচে ২৪৯ গোল করেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপের (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন লিগ) শিরোপা জেতার স্বাদও নেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us