নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারতও

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপালের রাজধানী কাঠমান্ডু। এ ভূমিকম্পে শুধু নেপাল নয় কেঁপে উঠে ভারতের উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহর।

Islami Bank

ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টারের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানায়, স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডুর ৫৫ কিলোমিটার পশ্চিমে ধাবিং এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে।

আরও পড়ুন>> নোয়াখালীতে জাতীয় নিরপাদ সড়ক দিবস পালিত

কাঠমান্ডু ছাড়াও বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই সাথে ভারতের ভারতের উত্তর প্রদেশ, বিহার ও দিল্লি এনসিআরসহ বিভিন্ন শহরে এ কম্পনের অনুভূত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি।

one pherma

এর আগে, ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

উল্লেখ্য, নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে সারা বছরই ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us