একদিন আগেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ভিড়

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। সমাবেশের জন্য ডিএমপি থেকে মৌখিক অনুমতি পেলেও লিখিতভাবে এখনো অনুমিত পায়নি দলটি। তবে সমাবেশ ঘিরে একদিন আগেই সেখানে জড়ো হয়েছেন অসংখ্য দলীয় নেতাকর্মী।

Islami Bank

শুক্রবার সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন নেতাকর্মীরা। জুমার নামাজের পর থেকে নেতাকর্মী বাড়তে থাকে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের দাঁড়াতে মানা করছে দলটি। মাইকে নেতাকর্মীদের সরে যেতে বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। শৃঙ্খলার স্বার্থে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন>> দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

one pherma

নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরা কারো কারো থাকার জায়গা নেই। সে কারণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে এসে ভিড় করছেন।

নয়াপল্টনে উপস্থিত নেতাকর্মীদের কার্যালয়ের সামনে থেকে সরে যাওয়ার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছে। হ্যান্ড মাইকে চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। তবুও অনেক নেতাকর্মী সেখানে অবস্থান করছেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us