জয়ের খোঁজে ব্যাটিংয়ে বাংলাদেশ

ব্যর্থতার বৃত্ত ভাঙার লক্ষ্য নিয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। মঙ্গলবার টস ভাগ্য জিতে প্রথমে সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব অাল হাসান। বিশ্বকাপের লিগপর্বে এটা দুই দলের সপ্তম ম্যাচ। আগের ছয় ম্যাচে টিম টাইগার্সের জয় মাত্র একটি এবং পাকিস্তান জিতেছে দুইটিতে।

Islami Bank

যদি আজ হেরে যায় বাংলাদেশ, তবে কাগজ-কলমে সেমিফাইনালের রেস থেকে ছিটকে যাবে সাকিবব্রিগেড। পাকিস্তান হারলে তাদের জন্য সেমির পথ আরও কঠিন হয়ে যাবে। এক কথায়, অাজকে ম্যাচটি উভয় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাপের মুখে কোন দল জয়ের ধারায় ফিরতে পারে সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন>> পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন সিইসি

one pherma

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হেসন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিফাত, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, শাহিন শাহ আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম এবং হারিস রউফ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us