বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ডাকা তিন দিন অবরোধের দ্বিতীয় দিন বুধবার পর্যন্ত সারাদেশে ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ২১টি আগুন দেওয়ার সংবাদ পেয়েছে।
আরও পড়ুন>> অক্টোবরে রেমিট্যান্স বেড়ে ২ বিলিয়ন ডলার ছুঁই ছুঁই
এরমধ্যে ঢাকা শহরে পাঁচটি এবং গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও নারায়ণগঞ্জ-সহ ঢাকা বিভাগে ৭টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম বিভাগে মোট ৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এগুলো ঘটেছে সীতাকুণ্ড, কর্ণফুলী ও রাঙ্গুনিয়া এলাকায়।
উত্তরবঙ্গে বগুড়া ও রাজশাহীতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে চারটি।
এ ছাড়া, রংপুর বিভাগের পার্বতীপুরে একটি আগুন দেয়ার ঘটনা ঘটছে বলে জানা গেছে। এ ঘটনায় ১০টি বাস, তিনটি কাভার্ড ভ্যান, তিনটি ট্রাক, একটি পিকআপ, একটি মোটরসাইকেল, দুটি বাণিজ্যিক পণ্যের শো রুম এবং একটি পুলিশ বক্স পুড়ে যায়।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.