নেপালে ৫.৬ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিও

নেপালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের জুমলা থেকে ৪২ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। গভীরতা ছিল ১৭ দশমিক ৯ কিলোমিটার।

Islami Bank

শুক্রবার (৩ নভেম্বর) গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়।

অপরদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক্স প্ল্যাটফর্মে লিখেছে, এই ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৪। দিল্লিসহ আশপাশের শহরগুলোতেও ভূকম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন>> হিজবুল্লাহকে ক্ষেপণাস্ত্র দেবে ভাগনার গ্রুপ

one pherma

এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো এত শক্তিশালী ভূমিকম্প দেখা গেল নেপালে। হিমালয়ের পাদদেশের দেশ নেপাল বিশ্বের অন্যতম সক্রিয় টেকটোনিক অঞ্চলে অবস্থিত। ফলে এটি ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা।

গত ৩ অক্টোবর নেপালে এক ঘণ্টার মধ্যে চারটি ভূমিকম্প আঘাত হানার পর দিল্লিতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়। ৪ দশমিক ৬ এবং ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প ২৫ মিনিটের ব্যবধানে আঘাত হানে; পর ১৫ মিনিট পরে ৩ দশমিক ৮ মাত্রা এবং ১৩ মিনিট পর ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

২০১৫ সালের এপ্রিলে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ৮ হাজার জনেরও বেশি মানুষ প্রাণ হারায়, আহত হয় ২১ হাজারের বেশি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us