প্রোটিয়াদের লজ্জা ডুবাল ভারত

ভারতের অপরাজেয় থাকার রেকর্ড ভাঙতে চাই- গতকাল এমন হুমকি দিয়েছিলেন তেম্বা বাভুমা। এটা করা তো দূরের কথা; উল্টো লজ্জার রেকর্ড গড়ে হেরেছে তার দল দক্ষিণ আফ্রিকা। রবিবার ভারতের ভারতের ৩২৬ রান তাড়া করতে নেমে মাত্র মাত্র ৮৩ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। বিশ্বকাপে এটাই তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

দক্ষিণ আফ্রিকায় লজ্জায় ডুবিয়ে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখল ভারত। টানা আট জয়ে ১৬ পয়েন্টে শীর্ষস্থান আরও পোক্ত করেছে স্বাগতিকরা। টেবিলের শীর্ষে থেকেই লিগপর্ব শেষ করবেন রোহিত শর্মারা। অপরদিকে ভারতের সমান ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে প্রোটিয়ারা। যারা ইতিমধ্যে নিশ্চিত করেছে সেমিফাইনাল।

আরও পড়ুন>> বাংলামোটরে যাত্রীবাহী বাসে আগুন

আজ কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার সর্বনাশ করেছেন রবীন্দ্র জাদেজা। ৯ ওভারে ৩৩ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন ভারতীয় স্পিনার। এর আগে ব্যাট হাতে ছোটখাটো একটা ঝড়ো ইনিংস খেলেন তিনি। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ছিলেন ২৯ রানে। তবে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে বিরাট কোহলির হাতে।

জন্মদিনে রেকর্ড গড়া সেঞ্চুরি উপহার দিয়েছেন কোহলি। তার ১০১ রানে ভর করে বড় পুঁজি পায় ভারত। প্রোটিয়াদের ১১ ব্যাটার মিলে কোহলির সমান রান করতে পারেনি। সর্বোচ্চ ১৪ রান আসে মার্কো জ্যানসেনের ব্যাট থেকে। দুই অঙ্কের ঘরে পৌঁছানো অপর তিন প্রোটিয়া ব্যাটার হলেন- বাভুমা (১১), রাশি ফন ডার ডাসেন (১৩) এবং ডেভিড মিলার (১১)।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us