মেট্রোরেলে বিজ্ঞাপনী পোস্টার, তদন্ত কমিটি গঠন

মেট্রোরেলের ভেতরে বিজ্ঞাপনী পোস্টার লাগানোয় চটেছেন সাধারণ যাত্রীরা। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটি ট্রেনগুলো পরিদর্শন করেছেন।

তিনি জানান, ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের একজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন>> ৪৮ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

মেট্রোরেলের ভেতরে এমন বিজ্ঞাপন দেখে যারা ক্ষোভ প্রকাশ করছেন তাদের অভিযোগ, বিজ্ঞাপনের কারণে মেট্রোরেলের সৌন্দর্য নষ্ট হয়েছে। এমন সুযোগ দেয়ায় পরিচালক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষেরও কড়া সমালোচনা করছেন তারা।

অবশ্য মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, বিজ্ঞাপন আয়ের একটি উৎস। সারা বিশ্বেই এটা আছে। তবে বিজ্ঞাপন দেয়ার ক্ষেত্রে শর্ত লঙ্ঘন হলে তা পরীক্ষা-নিরীক্ষা করে যাত্রীবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।

গত বছরের ২৯ ডিসেম্বর ঢাকায় বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন করে মেট্রোরেল।

ইতোমধ্যে মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিতে নিয়োগ করা হয়েছে বিশেষায়িত পুলিশ। স্টেশনগুলোর সৌন্দর্য রক্ষায় ভিক্ষুকমুক্ত করা হয়েছে, উৎপাত নেই হকারদেরও। ফলে ঢাকাবাসী মেট্রোরেলে যাত্রা করে বেশ তৃপ্ত। অনেকে পরিবার-পরিজন নিয়ে ছুটির দিনে ঘুরতে যাচ্ছেন মেট্রোরেলে। দ্রুতগতি ও সৌন্দর্যের প্রতীক এই বাহনে অপরিকল্পিতভাবে লাগানো বিজ্ঞাপন দেখে সবার মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us