সুখকর অতীত ভুলে আরেকটি জয়ের আশায় ভারত

বিশ্বকাপে এখনও খারাপ দিন আসেনি ভারতের। টুর্নামেন্টের লিগপর্বে একমাত্র অপরাজিত দল তারা। জিতেছে ৯ ম্যাচের সবকটি। তবে আসল কাজ বাকি তাদের। সেটা হলো- শিরোপা জয়। তাই সুখকর অতীত ভুলে আরেকটি জয়ের আশায় ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে এমনটা জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা।

Islami Bank

আরও পড়ুন>> নতুন শুরুর অপেক্ষায় নিউজিল্যান্ড

মঙ্গলবার সংবাদ সম্মেলনে রোহিত বলেছেন, ‘১৯৮৩ সালে যখন আমরা বিশ্বকাপ জিতেছিলাম তখনো আমাদের জন্মও হয়নি। ২০১১ সালে যখন আমরা জিতেছিলাম তখন এই দলের অর্ধেক খেলোয়াড় ছিল না। আমরা কীভাবে আমাদের আগের বিশ্বকাপ জিতেছিলাম সে সম্পর্কে খেলোয়াড়দের কথা বলতে দেখি না।’

one pherma

ভারতীয় অধিনায়ক আরও বলেছেন, ‘‘আমরা কীভাবে আরও ভালো হতে পারি এবং কীভাবে উন্নতি করতে পারি তার উপর মনোযোগ রাখা হয়েছে। প্রথম ম্যাচ থেকে আজও জয়ের দিকেই মনোযোগ রয়েছে।’

লিগপর্বে শতভাগ জয়ের প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘দলীয় প্রচেষ্টার ফল এটা। আমরা এটাই চেয়েছিলাম, যা এক বা দুই খেলোয়াড় দিয়ে করা যাবে না। খেলোয়াড়রা ছাড়াও সাপোর্ট স্টাফরা তাদের কাজ করেছেন। এমনকি আমাদের একটি গোপন কৌশল ছিল যা সৌভাগ্যক্রমে কেউ জানে না। টুর্নামেন্টে শুরু থেকে আমরা চমৎকার পরিবেশ পেয়েছি এবং দলের পরিবেশ সহজ রাখতে আমরা সবকিছু করেছি।’

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us