রানখড়ার বিশ্বকাপ কাটছে স্টিভ স্মিথের। ৯ ম্যাচ খেলে ৩৭.২৫ গড়ে করেছেন ২৯৮ রান। কোনো সেঞ্চুরি নেই, হাফসেঞ্চুরি ২টি। খেলেছেন সর্বোচ্চ ৭১ রানের ইনিংস। যদি ফাইনালেও জ্বলে উঠতে না পারেন তিনি, তাহলে শিরোপা জয় কঠিন হয়ে যাবে অস্ট্রেলিয়ার। এমনটা জানিয়ে স্মিথকে ‘কোহলি’ হতে বললেন সাবেক অজি ক্রিকেটার মাইকেল বেভান।
ফাইনালে কে জিতবে? এই প্রশ্নের জবাবে বেভান বলেছেন, ‘কোহলি ভারতের জন্য যা করেছে তার মতো, স্মিথ যদি ফাইনালে অস্ট্রেলিয়ার হয়ে করতে পারে তবে দলের জেতার সম্ভাবনা বেড়ে যায়। আমি মনে করি, ভারত এই মুহূর্তে জয়ের জন্য ফেভারিট এবং কেন এটি ঘটবে না তা ভাবার কোনো কারণ নেই। (টুর্নামেন্টে) খুব কম দলই ভারতের উপর যথেষ্ট চাপ সৃষ্টি পেরেছে।’
আরও পড়ুন>> আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা
অস্ট্রেলিয়ার সোনালি প্রজন্মের সঙ্গে এই ভারতের মিল পাচ্ছেন বেভান। বলেছেন, ‘১৯৯৯ এবং ২০০৩ সালে যখন আমরা টানা সাতটি ম্যাচ জিতেছিলাম, তখন অস্ট্রেলিয়া প্রভাবশালী একটি দল ছিল। ভারত এটা করার পথে রয়েছে বলে মনে হচ্ছে। অস্ট্রেলিয়াও ভালো খেলছে। তাদের দুই-তিনজন খেলোয়াড় আছে যারা প্রতি ম্যাচেই অসাধারণ ছিল। এদিকে ভারতের চার, পাঁচ বা ছয়জন খেলোয়াড় দুর্দান্ত ছন্দে। এখানেই পার্থক্য।’
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.