আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ২ মাস

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে আয়কর রিটার্ন জমা দেয়ার সময়সীমা দুই মাস বাড়ানো হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর আইন-১ এর দ্বিতীয় সচিব মহিদুল ইসলাম চৌধুরীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, আয়কর রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর শেষ হলেও ব্যক্তি পর্যায়ে এই সময়সীমা দুই মাস বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের ক্ষেত্রে রিটার্ন দাখিলের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন>>  জলবায়ু পরিবর্তন ও প্রশিকার ভূমিকা

প্রসঙ্গত, ১ নভেম্বর থেকে শুরু হয়েছে আয়কর সেবা মাস। এ সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে কর রেয়াত সুবিধা, করমুক্ত আয় সুবিধা, কর অব্যহতি আয় সুবিধা, রিটার্ন অনলাইনে দিলে ১ হাজার টাকা ট্যাক্স কম দেওয়াসহ ইত্যাদি সুবিধা পাওয়া যায়।

 এর আগে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, আয়কর বিষয়ক নতুন আইন ও বাৎসরিক পরিপত্র বের হতে দেরি হওয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর আহ্বান জানিয়েছিল। সময় বাড়ানোর ক্ষেত্রে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমও ইতিবাচক ছিলেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us