সহকর্মী ইমরানকে বিয়ে করেছেন অভিনেত্রী অর্ষা

বিয়ে করলেন অভিনয়শিল্পী নাজিয়া হক অর্ষা এবং মোস্তাফিজুর নূর ইমরান। রোববার (১৪ জানুয়ারি) নাজিয়া হক অর্ষা বিয়ের খবর নিশ্চিত করেছেন।স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’

Islami Bank

অর্ষা বলেন, বছরখানেক ধরেই পারিবারিকভাবে দুজনের বিয়ের কথাবার্তা চলছিল। এর মধ্যে তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তা পিছিয়ে যায়। দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন তাঁরা।

‘জাহান’ ও ‘সাহস’ ওয়েবফিল্মসহ বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান।

one pherma

নাজিয়া হক অর্ষা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পদার্পণ করেন। তারপর থেকে টেলিভিশন নাটকে সরব উপস্থিতি। চলতি সময়ে একাধিক ওয়েব ফিল্মে অভিনয় করছেন। তিনি নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মে অভিনয় করেন।

অন্যদিকে মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে গেরিলা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। মহনগর ও কাইজার ওয়েব সিরিজে অভিনয় করে বেশ আলোচনায় আসেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us