মিরপুর সাইন্স কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

যথাযথ মর্যাদা ও ভাবগার্ম্ভীযের মধ্য দিয়ে মিরপুর সাইন্স কলেজে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) নানা কর্মসূচীর মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তবে ভাষা শহীদদের স্মরণে পতাকাটি অর্ধনমিত রাখা হয়। তারপর কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপনের নেতৃত্বে শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরও পড়ুন>> শহিদ বেদীতে মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের শুভেচ্ছা

শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ মিনারে কলেজ অডিটোরিয়ামে শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর সাইন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের একটি অবিস্মরণীয় ঘটনা। বাংলা ভাষার দাবিতে এদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরও অনেক বাংলা মায়ের সন্তান। তাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি। তাদের আত্মত্যাগের ফলেই বাংলা আমাদের মাতৃভাষা। বাংলায় আমরা কথা বলি। আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হচ্ছে তাদের আত্মত্যাগের জন্য। তাদের এই আত্মত্যাগ যাতে বৃথা না যায় তার জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মনজুদার রহমান মিল্টন, ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা আক্তার, বাংলা বিভাগের প্রভাষক নাসির উদ্দিন, আইসিটি বিভাগের প্রভাষক তৌফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া কলেজের শিক্ষার্থীরা দেশাত্ববোধক গান, কবিতা আবৃত্তি ও আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us