হোয়াটসঅ্যাপে তারিখ লিখে খোঁজা যাবে পুরনো মেসেজ-ছবি 

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দারুণ ফিচার ঘোষণা করেছে মেটা সিইও মার্ক জাকারবার্গ। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তারিখ লিখে পুরনো ছবি বা মেসেজ সার্চ করতে পারবেন। চ্যাট বক্সে যোগ করা হয়েছে একটি ক্যালেন্ডার অপশন।

অনেকদিন ধরেই এই ফিচারটি নিয়ে জল্পনা চলছিল। বহু ব্যবহারকারীর অ্যাকাউন্টে সেটি রোল আউট না হওয়ার কারণে তা থেকে বঞ্চিত ছিলেন তারা। অবশেষে সবার হোয়াটসঅ্যাপে সার্চ বাই ডেট সুবিধা চালু করা হয়েছে।

আরও পড়ুন>> শনিবার দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

কীভাবে তারিখ লিখে পুরনো মেসেজ বা ছবি খুঁজে বের করবেন, চলুন জানা যাক- 

প্রথমে প্লে-স্টোরে গিয়ে নতুন ভার্সনে হোয়াটসঅ্যাপ আপডেট করে নিন। কেননা পুরনো ভার্সন হলে এই সুবিধা নাও পেতে পারেন।

এবার যেই চ্যাটে পুরনো মেসেজ বা ছবি খুঁজতে চান সেখানে ক্লিক করুন।

উপরের বাম পাশের থ্রি লাইন ডটে ক্লিক করুন, এখান থেকে ‘Search’ অপশনে ট্যাপ করুন।

এবার একদম ডানদিকে একটি ক্যালেন্ডার অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করে যেই তারিখের মেসেজ খুঁজতে চান সেটি সিলেক্ট করুন।

এরপর ‘Ok’ বাটনে ক্লিক করলেই ওই তারিখের কথোপকথন বা ছবি চলে আসবে।

এই ফিচারটি থেকে কী সুবিধা মিলবে?  

হোয়াটসঅ্যাপের সার্চ বাই ডেট অনেক সুবিধাই দিতে পারে। ধরুন, কোনো দরকারি মেসেজ, ঠিকানা বা পাসওয়ার্ড জানতে চাইছেন যা ঐ ব্যবহারকারীর সঙ্গে শেয়ার করেছেন। তারিখ লিখে সার্চ করে দ্রুত সেটি খুঁজে পাবেন। এতে অনেক সময় বাঁচবে। পাশাপাশি পুরনো কথোপকথনে চোখ বোলাতে পারবেন সহজে।

প্রসঙ্গত, সম্প্রতি আরও বেশ কিছু ফিচারের ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। এর মধ্যে একটি হলো টেক্সট ফরম্যাটিং ফিচার। যেখানে ‘-’ চিহ্ন দিয়ে বুলেট দিতে পারেন, ‘>’ চিহ্ন দিয়ে কোনও টেক্সট হাইলাইট করতে পারেন ইত্যাদি।

এসব সুবিধা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কাজ আরও সহজ করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। আরও গুছিয়ে মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us