দেশে ভোটার এখন ১২ কোটি ১৮ লাখ 

দেশে ভোটার এখন ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। এর মধ্যে ৬ কোটি ২১ লাখ ৪৪ হাজার ৫৮৭ জন পুরুষ ভোটার। ৫ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৪১ জন নারী ভোটার। আর ৯৩২ জন হিজড়া ভোটার রয়েছেন।

শনিবার (২ মার্চ) নির্বাচন কমিশন হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে।

আরও পড়ুন >> এবার গাউসুল আজম মার্কেটে আগুন

ভোটার তালিকা হালনাগাদে ভোটার বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ। গত বছর ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।

এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি ২০২৩ সালের হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সে সময় হালনাগাদে যুক্ত হয়েছিল ২০ লাখ ৮৬ হাজার ভোটার। ওই তালিকার পর দাবি আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ২ মার্চ ভোটার দিবসে নতুন ভোটার তালিকা প্রকাশ করা হলো।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us