খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে গার্মেন্টস কর্মকর্তা নিহত

রাজধানীর খিলগাঁওয়ে কমলাপুরগামী ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম নামের এক গার্মেন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে খিদমা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

Islami Bank

নিহত মনিরুল ইসলামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানার বহরবাড়িয়া গ্রামে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে রামপুরার কুঞ্জবন এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন>> চিকিৎসক ছাড়াই সিজার, পরিচালকের জেল-জরিমানা

one pherma

নিহতের ছেলে সাব্বির আহমেদ জানান, মনিরুল মিরপুরের একটি গার্মেন্টসের (প্রডাকশন) (এস আর) ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সন্ধ্যায় খিদমা হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us