পল্লবীতে রাসেল হত্যা: কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেফতার

রাজধানীর পল্লবীতে ফয়সাল ওরফে রাসেল নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

Islami Bank

রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি অপূর্ব হাসান।

ওসি জানান, গ্রেফতার দুজনকে জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন>> জয়ের নেতৃত্বে বাংলাদেশে আইসিটি বিপ্লব হচ্ছে: ওবায়দুল কাদের

one pherma

ওসি আরও জানান, দুই কিশোর গ্যাং গ্রুপের দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আরও কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আছে।

গত শনিবার সন্ধ্যার পর রাব্বী গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা সামী গ্রুপের সদস্য রাসেলের ওপর হামলা চালায়। তারা ওই সময় একটি ইফতারে অংশ নেওয়ার জন্য যাচ্ছিল। পথে অতর্কিত হামলা চালিয়ে রাসেলকে কোপালে সেখানেই তার মৃত্যু হয়। আহত হন আরও একজন।

এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা করে নিহতের পরিবার। সেই মামলায় দুজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us