রাজধানীর ডেমরায় একটি গুদামে লাগা আগুন সাড়ে আট ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
আজ শুক্রবার ২২ মার্চ সকাল আটটায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আজ সকাল সাড়ে আটটার দিকে জানানো হয়, আগুন পুরোপুরি নেভাতে কাজ চলছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় একটি খেলনা ও স্পোর্টস সামগ্রীর গুদামে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। পরে তাদের সাথে যোগ দেয় পুলিশ, নৌবাহিনী ও র্যাব। ঘটনাস্থলে পর্যাপ্ত পানি, জলাশয় বা পুকুর না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এই ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা বলেছেন, স্পোর্টস সামগ্রীর গুদামে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তেই আগুনের শিখা ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে।
ইবাংলা/এম এস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.