মোহাম্মদপুরে রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় নির্মাণাধীন অবৈধ ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন রাজউক। অভিযানে চলাকালীন সময় নকশা বিহীন কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০ টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকালে শেষ হয়।

Islami Bank

আরও পড়ুন…সর্বদা সত্য কথা বলা ও খারাপ কে না বলতে হবে

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় ভবন নির্মাণের ক্ষেত্রে রাজউকের অনুমোদন গ্ৰহন বাধ্যতামূলক। মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় রাস্তার উপর মালামাল রেখে ও সেফটি নেট স্থাপন না করে এবং রাজউকের অনুমোদন গ্রহন ব্যতিরেকে ইমারত নির্মাণ করায় ০৪ টি নির্মানাধীন ইমারতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে রাস্তার উপর রাখা মালামাল ভবন মালিক কর্তৃক অপসারণ করা হয় এবং ৪টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। ৪টি নির্মাণাধীন ভবনের মধ্যে ০১টি ভবনের আংশিক ভেঙ্গে দেওয়া হয়, ০১ টি নির্মানাধীন ভবন থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ভবনের মালিক নির্মাণ কাজ বন্ধ রাখবেন ও রাজউক এর অনুমোদন নিয়ে পুনরায় নির্মাণ কাজ শুরু করবেন মর্মে মুচলেকা প্রদান করেন। ডিপিডিসির প্রতিনিধির মাধ্যমে ০৩ টি নির্মাণাধীন ইমারতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

one pherma

আরও পড়ুন…মেট্রোরেলের ভাড়া বাড়তে পারে

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জোন-৫ এর পরিচালক, মোঃ হামিদুল হক, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার মোঃ মেহেদী হাসান,প্রধান ইমারত পরিদর্শক মোঃ সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুল সাত্তার, তুহিন রেজাসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।

ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us