গাজীপুরে টঙ্গীর বিসিক এলাকায় হোসেন ডাইং ও ওয়াশিং কারখানায় আগুনের ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (২২ এপ্রিল) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনের ঘটনায় পুরো গোডাউনটি পুড়ে ছাই হয়ে গেছে।
কারখানাটিতে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির পণ্য ধোয়া ও শুকানোর কাজ করা হতো। তবে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বলেও জানায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আরেফিন বলেন, দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। ঘটনাস্থলে ফায়ার সসার্ভিসের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে পুলিশ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.