রাজধানীতে লেক থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরায় লেকের পানি থেকে মিরপুরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (৪ মে) তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।জানা গেছে, ওই স্কুলের একই শ্রেণীর মোট পাঁচজন শিক্ষার্থী উত্তরা।

Islami Bank

১৬ নং সেক্টরের লেকে ১০ নং ব্রিজের কাছে গোসল করতে এসেছিলেন। তাদের মধ্যে ২ জন বেশি দূরে গিয়ে নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে তুরাগ থানায় হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

one pherma

তিনি জানান, খবর পেয়ে টঙ্গি ফায়ার স্টেশনের একটি ডুবুরি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টা ৫৩ মিনিটে তাদের মরদেহ উদ্ধার করে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us