নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন পদের নিয়োগ বন্ধ রয়েছে। তবে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিষ্পত্তি করে স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়োগের দাবি জানিয়েছে বাঙালি।
জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।রোববার (১৯ মে) সংগঠনটির সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. রবিউল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে তারা জানান, বর্তমান প্রশাসনের বিরুদ্ধে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি-অনিয়মের দীর্ঘ অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকসমাজ বর্তমান প্রশাসনের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সর্বদা সোচ্চার রয়েছে।
তাঁরা মনে করেন, বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ওঠা নানাবিধ দুর্নীতি- অনিয়মের অভিযোগ নিষ্পত্তি করে স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়োগে অগ্রসর হওয়া উচিত।
এ বিষয়ে শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, আমরা নিয়োগে বাঁধা দিতে চাচ্ছিনা। আমরা চায় বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ওঠা নানাবিধ দুর্নীতি-অনিয়মের অভিযোগ নিষ্পত্তি করে স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়োগ দেওয়া হোক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.