ট্রাকের ধাক্কায় ৫ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় নিহতের হয়েছে ৫ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহতরা হলেন- অটোরিকশা চালক বীর রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০) ও বাবুপুর গ্রামের হাজী মো. কলিম উদ্দিন (৮৫), স্থানীয় জহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) ও বাগান গ্রামের আ. কদ্দুসের ছেলে সালাম নবী (৩৫)।

Islami Bank

বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিগ্ধকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, ত্রিশাল উপজেলা সদর থেকে যাত্রী নিয়ে বালিপাড়া যাচ্ছিল সিএনজিটি। এ সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে রামপুর সড়কে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

one pherma

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মিনা বেগম, সালাম নবী ও সোহরাব উদ্দিন মারা যান।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রিয়াজ উদ্দিন জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইবাংলা/নাঈম/১০নভেম্বর, ২০২১

Contact Us