শাইখ সিরাজসহ ৫ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র বার্তা প্রধান শাইখ সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া।
আরো পড়ুন … কুমিল্লার তিন উপজেলায় এখনো লক্ষাধিক মানুষ পানি বন্দি
মামলার অন্য আসামিরা হলেন- জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আবদুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহমেদ খান।আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলাটি দায়ের করা হয়।
আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

Islami Bank

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সাল থেকে ফারজানা রশীদ ব্রাউনিয়া স্বর্ণ কিশোরী নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেয়া হয়। সেই সাথে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করা হয়। বাদী ফারজানা কয়েকবার বিষয়টি চ্যানেল আইকে জানালে, তাকে জানানো হয় তার পাওনা অর্থ পরিশোধ করা হবে। পরবর্তীতে পাওনা টাকা চাইলে কয়েকজন বাদীর পথ আটকে চাঁদা দাবি করে এবং জীবন নাশের হুমকি দেয়া হয়।|

one pherma

এ বিষয়ে ফারজানার অভিযোগ সাইখ সিরাজ শেখ হাসিনার নির্দেশে কিশোরীদের প্রাণের অনুষ্ঠানটি বন্ধ করে দেন। যার ফলে পুষ্টি এবং শিক্ষায় পিছিয়ে পড়ে একটি জনগোষ্ঠী। বিবৃতিতে আরও বলা হয়েছে, বেতন চাওয়ার সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
ই-বাংলাঃ জে ডি সি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us