ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে তানিম নামে একজন বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার (১৮ জুন) স্থানীয় সময় সন্ধ্যার দিকে নিজ কর্মস্থলে এই ঘটনা ঘটে। তানিম নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার আবুল কাশিমের একমাত্র সন্তান।

Islami Bank

জীবিকার তাগিদে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকা আসেন তানিম। আসার পর থেকে তার এক নিকটাত্মীয়ের দোকানে চাকরি করতেন তানিম। গতকাল ঘটনার দিন জোহানেসবার্গের অদূরে ইন্ডিয়ান অধ্যুষিত এলাকা লেনেশিয়াতে দোকানের ক্যাশ কাউন্টারে কর্মরত ছিলেন তানিম।

সন্ধ্যার দিকে একদল কৃষ্ণাঙ্গ ডাকাত দল দোকানে প্রবেশ করে তানিমকে গুলি করে। প্রথমে শরীরে গুলি না লাগলেও ক্যাশ কাউন্টারে ঢুকে তানিমের বুকে এবং পায়ে গুলি করে ডাকাতরা। এসময় তানিম ফ্লোরে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলে প্রাণ হারায়।

one pherma

এসময় দোকানে থাকা অন্য কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার প্রমাণ নষ্ট করতে দোকানের সিসি টিভির হার্ডডিস্ক নিয়ে যায়।

এই ঘটনায় মামলা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তানিমের লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে জানিয়েছেন তার স্বজনরা।

ই বাংলা/ আই/ ২০ জুন, ২০২১

Contact Us