লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

গাজা স্থল অভিযানের চলমান অবস্থাতেই লেবাননে যত দ্রুত সম্ভব স্থল অভিযান শুরু করবে অপ্রতিরোধ্য দখলদার ইসরাইলি বাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইসরাইলের একজন নিরাপত্তা কর্মকর্তা এ কথা বলেছেন।

Islami Bank

আরও পড়ুন…লেবাননে উত্তেজনা হ্রাসে ইরানের প্রেসিডেন্টকে চাপ ফ্রান্সের

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, ‘আমরা স্বল্পতম সময়ের মধ্যে এই অভিযান শুরু করার চেষ্টা করবো।’ তিনি আরো বলেছেন, ‘আমি মনে করি অভিযানের ব্যাপারে আমরা প্রতিদিন প্রস্তুতি নিচ্ছি এবং এটি আমাদের পরিকল্পনায় রয়েছে।’বৈরুত থেকে এএফপি একথা জানিয়েছে।

one pherma

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চলতি সপ্তাহে লেবাননে সংঘাত থামাতে ব্যর্থ হওয়ার পর উভয়পক্ষে সংঘর্ষ চলার প্রেক্ষাপটে ইসরাইলি কর্মকর্তা এ কথা বলেন। এদিকে চলতি সপ্তাহে লেবাননে ইসরাইলি হামলায় ৭শ’র বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন,হামলায় হিজবুল্লাহ্ অনেক সদস্য নিহত হয়েছে এবং ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক শক্তি উল্লেখযোগ্য হারে কমে গেছে। ওই কর্মকর্তা বলেছেন,‘আমি মনে করি তাদের সক্ষমতা অনেক কমে গেছে।’

এদিকে ইসরাইলি সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজিহালেভি হিজবুল্লাহ্ বিরুদ্ধে স্থল অভিযানের সম্ভাব্যতার বিষয়টি সামনে আনার পর ওই কর্মকর্তা বলেছেন, ‘সব ধরনের বিকল্পই আমাদের হাতে রয়েছে।’
ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us