সাইবার নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

ইবাংলা প্রতিনিধি

সরকার সাইবার আইনের আওতায় থাকা মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এসব মামলায় গ্রেফতার ব্যক্তিদের মুক্তি দেওয়ারও ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন...

ছ্যাচড়া, ১৮ বছর ধরে আমাকে ফলো করছে, : সোহানা সাবা

মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের অধীনে দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫ হাজার ৮১৮টি মামলা চলমান রয়েছে।

এর মধ্যে স্পিচ অফেন্স (মতপ্রকাশ সম্পর্কিত অপরাধ) সংক্রান্ত মোট ১ হাজার ৩৪০টি মামলা রয়েছে, যার মধ্যে ৪৬১টি তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা বিচারাধীন।

মন্ত্রণালয় আরও জানায়, স্পিচ অফেন্স-সংক্রান্ত মামলাগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনে ২৭৫টি মামলা বর্তমানে চলমান রয়েছে। সরকার দ্রুত এই স্পিচ অফেন্স-সংক্রান্ত মামলাগুলো প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে, এবং এই মামলাগুলোর কারণে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের তাৎক্ষণিক মুক্তি দেওয়া হবে।

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us