দলে ফিরতে চান তামিম

ইবাংলা ডেস্ক নিউজ

বাংলাদেশের দেশসেরা ওপেনার তামিম ইকবাল সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর, নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে বাংলাদেশের এই কিংবদন্তি ওপেনার আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি। যদিও ঘরোয়া লিগে খেলা অব্যাহত রেখেছেন, তবুও জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সম্প্রতি, দলে ফেরার বিষয়ে নতুন বার্তা দিয়েছেন তামিম।

আরও পড়ুন…সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ডিআরইউয়ের 

রোববার (২৯ সেপ্টেম্বর) ‘স্পোটস্টার’ নামক ক্রীড়াভিত্তিক একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, যৌক্তিক কারণ থাকলে এবং যথাযথ পরিকল্পনার ভিত্তিতে তিনি জাতীয় দলে ফিরতে চান।

তামিম বলেন, “আমি যেভাবে শেষ করেছি, তাতে আমি সন্তুষ্ট নই। তাই দলে ফেরার জন্য আমার কাছে একটি সুনির্দিষ্ট কারণ প্রয়োজন। আমি এমন কেউ নই, যে পরিস্থিতি বিবেচনা না করে ফিরে এসে ৪-৫টি ম্যাচ খেলে বিদায় নেব।”

তিনি আরও বলেন, দলের সকল সদস্য যদি তাকে ফিরতে চান এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে প্রস্তুত থাকে, তবে তিনি জাতীয় দলে ফিরতে আগ্রহী। তামিম চান সিনিয়র এবং জুনিয়র খেলোয়াড়দের সমর্থন। তিনি প্রশ্ন তোলেন, “আমি যদি শুধুমাত্র ৪-৫টি ম্যাচ খেলতে আসি, সেটা কি দলকে সাহায্য করবে? যদি সঠিক পরিকল্পনা থাকে এবং দল কী অর্জন করতে চায় তা স্পষ্ট হয়, তবে আমি বিষয়টি নিয়ে চিন্তা করতে পারি এবং আমরা আলোচনা করতে পারি।”

তামিমের মতে, বিসিবির চেয়ে তার জন্য দলের খেলোয়াড়দের মতামতই বেশি গুরুত্বপূর্ণ। যদি ক্যাপ্টেন এবং অন্যান্য ক্রিকেটাররা মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় কিছু অর্জনের জন্য তামিমের প্রয়োজন, তবেই তিনি দলে ফিরতে ইচ্ছুক, অন্যথায় জাতীয় দলে তার অধ্যায় শেষ হতে পারে।

এদিকে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ তামিমের ভবিষ্যৎ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও তাকে হয়তো মাঠে নয়তো বোর্ডের কোনো দায়িত্বে দেখতে চান। এখন প্রশ্ন হচ্ছে, তামিমের পরবর্তী গন্তব্য মাঠ না বোর্ড?

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us