নায়িকা কোয়েল আবারও মা হচ্ছেন

ইবাংলা বিনোদন ডেস্ক

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন নায়িকা কোয়েল মল্লিক। এ খবর নিজেই জানিয়েছেন পশ্চিমবঙ্গের এই নায়িকা। ২০২০ সালে প্রথম সন্তান কবীরের জন্ম হয়।

আরও পড়ুন

ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

Islami Bank

দ্বিতীয় সন্তান আসার সুখবরটি জানিয়ে কোয়েল লিখলেন,‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।’ সঙ্গে হাত জোড়ের ও রেড হার্টের ইমোটিকন দেন তিনি। আর হ্যাশট্যাগে জুড়ে নেন লাভ, লাইফ, ব্লেসিং, ব্লিস।

যে ছবিটি শেয়ার করে কোয়েল এই সুখবর দিলেন, সেটিতে দেখা গেল তাকে, নিসপাল সিং ও কবীরকে। কোয়েলের এই পোস্টে মন্তব্য করলেন জিৎ।

অভিনেতা লিখলেন, ‘অসাধারণ! এই পরিবারের সকলকে অনেক শুভেচ্ছা’। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখলেন, ‘শুভেচ্ছা! খুব খুশি হয়েছি।’ পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন, ‘অনেক শুভেচ্ছা তোমাকে ও নিসপালকে।’ শুভেচ্ছা জানালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, মৌনি রায়-রাও।

one pherma

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন মা হতে চলার খবর। তারপর ২০২০-র ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর।

কোয়েল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে দুটি ছবি। মিতিন মাসির কাজ শেষ করেছেন আগস্ট মাস নাগাদই। আরেকটি ছবির নাম ‘স্বার্থপর’। বহুদিন পর তিনি বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গেও স্ক্রিনশেয়ার করেছেন এই ছবিতে

ইবাংলা/রাজিব

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us