হিজবুল্লাহর আঘাতে কাঁপল ইসরাইলের বৃহত্তম হাইফা শহর

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহর কাঁপাতে সক্ষম হয়েছে হিজবুল্লাহর রকেট। এ হামলায় বেশকিছু ইসরাইলি আহত।

Islami Bank

গতবছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছিল হামাস। পাল্টা জবাবে টানা এক বছর ধরে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে ইসরাইল। এই যুদ্ধ এখন বিস্তৃত লাভ করেছে লেবানন-সিরিয়াতেও। পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি হামলার জেরে অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।

এবার গাজা যুদ্ধ শুরুর প্রথম বার্ষিকীর প্রাক্কালে সোমবার (০৭ অক্টোবর) ভোরে ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট।

হিজবুল্লাহর দাবি, তারা ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে। যার মধ্যে দুটি রকেট ভূমধ্যসাগরীয় উপকূলে হাইফাতে, অন্য পাঁচটি ইসরাইলের তিবেরিয়াস শহরে আঘাত হানে।

one pherma

স্থানীয় পুলিশ জানিয়েছে, রোববার হিজবুল্লাহর রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামান্য আহত হওয়ার কয়েকজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আল জাজিরার সাংবাদিক নুর ওদেহ জানিয়েছেন, এই প্রথম হাইফার বাসিন্দারা শহরের ভিতরে হিজবুল্লাহর রকেট হামলা দেখেছেন।

তিনি আরো বলেন, প্রায় ৩ লাখ বাসিন্দাসহ উত্তর ইসরাইলের বৃহত্তম শহর হাইফা। কৌশলগতভাবে এই শহর বেশ গুরুত্বপূর্ণ। এখানে একটি বন্দর, তেল শোধনাগার এবং শিল্প কমপ্লেক্স রয়েছে। এটি হিজবুল্লাহর আক্রমণের লক্ষ্যবস্তু হবে যা ইসরাইলিরা ভাবতে পারেনি। এই আক্রমণ ইসরাইলকে প্রভাবিত করতে পারে।

ইবাংলা/ আই/আন্ত

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us