পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে আগামী ডিসেম্বর থেকে মার্কেটে অভিযান পরিচালনা করা হবে।

সম্পর্কিত খবর

ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

Islami Bank

রোববার (২০ অক্টোবর) দুপুরে পরিবেশ অধিদপ্তরের এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে সুপার শপেও অভিযান পরিচালনা করা হবে।

one pherma

পরিবেশ উপদেষ্টা বলেন, জাতি হিসেবে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে পলিথিন ব্যাগ ধরে রাখা হবে না কি বাদ দেব। উৎপাদনকারীর জন্য যেমন এটি নিষিদ্ধ, ব্যবহারকারীর জন্যও নিষিদ্ধ, তাই ব্যবহার করাও বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, পলিথিন কারখানার অনুমোদন নেই, আর এসব কারখানায় শুধু পলিথিন শপিং ব্যাগই তৈরি করা হয়, তা ঠিক নয়। এর আজুহাত সামনে এনে সংশ্লিষ্টদের রুটি-রুজি চলে যাবে তা ঠিক নয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্লাস্টিকমুক্তকারীদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশের সুরক্ষা ও টেকসই উন্নয়নের জন্য প্লাস্টিক ব্যবহারের বিকল্প খুঁজে বের করার ওপর জোর দেন। তিনি জানান, আগামী ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরে প্লাস্টিকের বিকল্প মেলার আয়োজন করা হয়েছে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, প্লাস্টিক দূষণ কেবল পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকি। তাই সরকারের পাশাপাশি ব্যবসায়ীদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us