চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল এলাকা থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) সকালে বন বিভাগের সদস্যরা হাতিটির মরদেহটি উদ্ধার করেন।
এদিকে, বন্য হাতি হত্যাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে সমাবেশ করেছে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ নামে একটি সংগঠন।
স্থানীয়রা জানানয়, জঙ্গল চাম্বলের এয়াকুব আলী মসজিদের পাশে শুক্রবার (১২ নভেম্বর) সকালে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পায়। এসময় স্থানীয়রা বন বিভাগের দায়িত্বশীল ব্যক্তিদের খবর দেন। তারা এসে হাতিটির মরদেহ উদ্ধার করে।
বাঁশখালী ইকোপার্কের ও জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে হাতির মরদেহ উদ্ধার করেছি। অসুস্থতা জনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির মরদেহের ময়নাতদন্ত করা হবে।
বাঁশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে হাতিটির মৃত্যুর বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে।
‘বন্যপ্রাণীর প্রতি সহিংসতা রুখো’ এ স্লোগানে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতীতে বন্য হাতি হত্যাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে সমাবেশ করেছে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ নামে একটি সংগঠন।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বন্য বিভাগের কর্মীদের প্রতি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে বলেন, তাদের গাফিলতির কারণেই এ অঞ্চলে প্রতিনিয়ত বন্য হাতি মারা যাচ্ছে। এর প্রমাণ অতি সম্প্রতি শ্রীবরদীতে পরিকল্পিতভাবে হাতি হত্যার ঘটনা। এছাড়া বন আইন বাস্তবায়নের মাধ্যমে শেরপুরসহ সারা দেশে পরিকল্পিতভাবে অন্যান্য বন্যপ্রাণীসহ হাতি হত্যাকারিদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
ইবাংলা/এইচ/১২নভেম্বর ২০২১