লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সতর্ক করে বলেছেন, তার দেশের সঙ্গে চলমান উত্তেজনা সৃষ্টি করে সৌদি আরব গৃহযুদ্ধ বাধাতে চায়।
তিনি বলেন, সৌদি আরব লেবাননের সরকার এবং জনগণের বন্ধু হিসেবে নিজেকে দেখাতে চাইছে, অন্যদিকে লেবাননে তার মিত্রদেরকে হিজবুল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণের জন্য চাপ সৃষ্টি করছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) হিজবুল্লাহর শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় দেয়া বক্তৃতায় সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন। তার বক্তব্য টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
তিনি বলেন, সৌদি আরব নিজেকে লেবাননের জনগণের কাছে বন্ধু হিসেবে তুলে ধরতে চায় অথচ হিজবুল্লাহকে তারা সহ্য করতে পারে না। এটি বন্ধুর সাথে কেমন বন্ধুর কেমন আচরণ?
হাসান নাসরুল্লাহ বলেন, ইয়েমেন যুদ্ধ বিষয়ক মন্তব্য করায় লেবাননের তথ্যমন্ত্রীকে পদত্যাগ করার জন্য সৌদি আরব যে চাপ সৃষ্টি করেছে তা লেবাননের বিরুদ্ধে লড়াইয়ের অংশ এবং রাজনৈতিক দল হিসেবে হিজবুল্লাহর বিরোধিতা করা হচ্ছে না বরং প্রতিরোধ আন্দোলনের বিরোধিতা করা হচ্ছে।
ইবাংলা/ নাঈম/ ১২ নভেম্বর, ২০২১