ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধ

নিজস্ব প্রতিনিধি

কাল থেকে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া পর্যায়ক্রমে সারা দেশে ইজিবাইক নিষিদ্ধ করা হবে। রবিবার দুপুরে, সচিবালয়ে সড়ক পরিবহণ টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।

Islami Bank

এছাড়া পরিবহণ শ্রমিকদের নিয়োগপত্র দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সারাদেশে সড়কে চলাচল করছে লাখ লাখ ইজিবাইক। এছাড়া রাজধানীসহ সারাদেশে রয়েছে অজস্র ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান।

এসব যানবাহনে বিপুল বিদ্যুৎ খরচের পাশাপাশি যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটছে। সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে সড়ক পরিবহণ টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রাণালয়। এই টাস্ক ফোর্স থেকে ১১১টি সুপারিশ এলে রবিবার দুপুরে আলোচনায় বসেন সংশ্লিষ্টরা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এরইমধ্যে ১৩ হাজার ইজিবাইক ধ্বংস করা হয়েছে। কিছুদিনের মধ্যে সারা দেশেই চলাচল নিষিদ্ধ করা হবে।

one pherma

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পরিবহণ শ্রমিকদের শিগগিরই নিয়োগপত্র দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যত্রতত্র চাঁদা বন্ধের পাশাপাশি সরকার কিংবা কর্তৃপক্ষ নির্ধারিত টার্মিনাল থেকেই টোল আদায় করতে হবে বলেও জানান মন্ত্রী।

ই বাংলা/ আই/ ২০ জুন, ২০২১

Contact Us