শেখ হাসিনাকে ফেরত আনলেও ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক : পররাষ্ট্র উপদেষ্টা

ইবাংলা ডেস্ক নিউজ

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা ছাড়াও অন্যান্য স্বার্থের ইস্যু পাশাপাশি চলমান থাকবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা জানান।

Islami Bank

আরও পড়ুন…দ্রুত নির্বাচন দেয়াই সংকটের একমাত্র সমাধান: মির্জা ফখরুল

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা-দিল্লি সম্পর্ক কি স্বাভাবিক থাকবে? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘দুটোই পাশাপাশি চলবে। এটা একটা ইস্যু। তবে আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে। সেটাও চলবে।’

আরেক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, ‘ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সবার সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। এই তিন দেশের সঙ্গেই আমাদের স্বার্থ আছে, এই তিন দেশই আমাদের অগ্রাধিকারে থাকবে।’

one pherma

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নতুন বছরে আমাদের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা ইস্যুর সমাধান, এই তিন দেশের সঙ্গে অর্থনৈতিক-কূটনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা ও ভালো অবস্থা সৃষ্টি করা।’

রোহিঙ্গাদের বিষয়ে তিনি বলেন, রাখাইনের পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ সেখানকার গ্রাউন্ড রিয়েলেটির পরিবর্তন হয়ে গেছে। আমি যখন সরকারের বাইরে ছিলাম, তখন এ নিয়ে অনেক কথা বলেছি। এখন বলতে চাই, এই মানুষগুলোকে (রোহিঙ্গাদের) অধিকার ও নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানো। কেননা এটা না হলে, তারা ফেরত যেতে রাজি হবেন না।

ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us