দুঃসময়ে হাসান আলীকে যা বললেন ওয়াসিম আকরাম

ক্রীড়া ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। ম্যাথু ওয়েডের ক্যাচ মিস করা হাসান আলী খলনায়ক বনে গেছেন। তবে এই কঠিন সময়ে হাসানের পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তি পাকিস্তানি পেসার ও ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম।

Islami Bank

দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২২ রান। ১৯তম ওভারে বোলিংয়ে তখন শাহিন শাহ আফ্রিদি। ব্যাট করছেন মার্কাস স্টয়নিস আর ম্যাথু ওয়েড। শাহিনের তৃতীয় বলেই ক্যাচ তুলেছিলেন ওয়েড। একদম নাগালে পেয়েও সেই ক্যাচ ফেলে দিলেন হাসান আলি। তাতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাবর আজমরা। তবে এ নিয়ে হাসানকে মানসিক কষ্ট না দিতে পাকিস্তানিদের প্রতি অনুরোধ জানিয়েছেন ওয়াসিম আকরাম।

যদিও হাসান আলির সেই ভুলে অনেক মূল্য দিতে হয়েছে পাকিস্তানকে। নতুন জীবন পেয়ে ওয়েড আর কোনো সুযোগই দেননি পাকিস্তানকে। শাহিনের পরের তিন বলে টানা তিন ছক্কায় বাবর-শাহিনদের স্বপ্ন শেষ করে দেন তিনি। স্বাভাবিকভাবেই হাসান আলি এখন মানসিকভাবে খুবই বিপর্যস্ত। পাকিস্তানের সবার ক্ষোভও তার ওপর পড়াই স্বাভাবিক।

one pherma

হাসানের এমন দুরবস্থায় কিংবদন্তি পাকিস্তানি পেসার ও ধারাভাষ্যকার ওয়াসিম আকরাম বলেছেন, দেশের সবাই এখন হাসানকে গালমন্দ করুক, ‘আমরা একদমই চাই না যে দেশের সবাই এখন বেচারা হাসানের পেছনে লাগুক। এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমি আর ওয়াকার ইউনুসও গিয়েছি। অন্যান্য দেশে ক্রিকেটটা শুধুই একটা খেলা। দিনের শেষে সেখানে `ভালো খেলেছ’, `চেষ্টাটা ভালো ছিল’, `পরেরবার ভালো হবে’ ইত্যাদি বলে ব্যাপারটা ভুলে যাবেন। এভাবে ক্যাচ মিস মেনে নেয়া খেলোয়াড়দের জন্য যতটা কঠিন, সমর্থকদের জন্যও ততটাই কঠিন।’

খেলোয়াড়দের এমন মানসিক অবস্থায় তাদের আর কষ্ট দেয়া উচিত নয় বলে মনে করেন ওয়াসিম। এই হার তাদের অনেক দিন দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াবে। ফলে জাতি হিসেবে তাদের এ কষ্ট আরও বাড়িয়ে দেয়া আমাদের উচিত হবে না।’

ইবাংলা/এএমখান/১২ নভেম্বর, ২০২১

Contact Us